কিশোরগঞ্জের হোসেনপুরে মাদ্রসা ছাত্র ও প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের আবুল বাশারের ছেলে কওমী মাদ্রাসার ছাত্র হাফেজ মোসাহিদ মিয়ার লাশ আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে হোসেনপুর থানা পুলিশ। তার পরিবারের লোকজন জানান, মোসাহিদ মোবাইল আসক্ত হয়ে প্রতিদিন গভীর রাত পর্যন্ত মোবাইলে ছবি দেখে রাত কাটাতো। গতকাল গভীর রাতে প্রতিদিনের মতো মোবাইল দেখতে থাকলে তার মা ছেলের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যায়। পরে সোমবার সকালে বাড়ীর লোকজন ঘুম থেকে উঠে বাড়ীর পাশে আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে।
অপরদিকে উপজেলার কাওনা গ্রামে সৌদি প্রবাসী মাসুম মিয়ার স্ত্রী সনিয়া আক্তার (২১)কে তার নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়নাসহ ঝুলন্ত লাশ তার বাড়ীর লোকজন উদ্ধার করে।
প্রতিবেশীরা জানান, সনিয়ার স্বামী মাসুম দুই বছর আগে বিয়ে করে সুখের আশায় সৌদি আরবে যান।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।