বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-২ আসনের মনোনয়নপ্রার্থী ডা. মাজহারুল আলম বলেছেন, ‘বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্রের জন্য। দেশে নির্বাচন না থাকলে গণতন্ত্র থাকে না বরং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয় ও ফ্যাসিস্টের উত্থান ঘটে। আমাদের লক্ষ্য হলো দেশের নাগরিকদের জন্য একটি স্বচ্ছ ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুর মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে সিটি করপোরেশনের কেন্দ্রীয় গোরস্থান মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাজহারুল আলম বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে বারবার ষড়যন্ত্র হয়েছে। নির্বাচনকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিএনপি ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ ষড়যন্ত্র রুখে দেয়া হয়েছে। গণতন্ত্রের সফল ও সার্থক প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। তাই বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
এ সময় আরো উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো: মনোয়ার হোসেন, সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, আব্দুর রহিম মোল্লা, বিএনপি নেতা নূর হোসেন রনি প্রমুখ।
লিফলেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তাবনা তুলে ধরা হয়।