বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ, সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এবার তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন ভারতবিরোধী আন্দোলনের শহীদ আবরার ফাহাদের ছোট ভাই বুয়েটের শিক্ষার্থী আবরার ফায়াজ।
সেখানে ফায়াজ উল্লেখ করেন, খালেদা জিয়াকে ঘৃণা করা ব্যক্তি আজ নিজের মুখ দেখাতেও পারে না।
বৃহস্পতিবার রাতে ফায়াজের নিজ ফেজবুক অ্যাকাউন্টে পোস্ট দেন।
ফেসবুকে ফায়াজে লেখেন, ‘৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী যখনই সুযোগ পাচ্ছে, বেগম খালেদা জিয়াকে সম্মানিত করছে। এবার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বার বার দেশবাসীর কাছে সরকারের পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে।’
তিনি বলেন, খালেদা জিয়া যে সম্মান-ভালোবাসা পাচ্ছেন তা এই ভুখণ্ডের আর কেউ পেয়েছে কিনা সন্দেহ। অথচ উনাকে সবচেয়ে ঘৃণা করা ব্যক্তি আজ নিজের মুখ দেখাতেও পারে না। বেগম জিয়ার দল-মত নির্বিশেষে এত ভালোবাসা পাওয়া দেখে সেই ডাইনির কী অনুভূতি হচ্ছে আসলেই জানতে ইচ্ছা হয়।
ফায়াজ আরো বলেন, ৫ আগস্টের পরে খুব আশা করেছিলাম, উনাকে সাবলীলভাবে আমাদের এই বিপ্লব নিয়ে কিছু বলতে শুনব।



