উপদেষ্টা শারমীন এস মুরশিদ

গণভোটে না ভোট দেয়া মানে চব্বিশের বিরুদ্ধে ও স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো

গণভোট রাষ্ট্রের নয়, গণভোট মানুষের। গণভোট দিয়ে সংস্কারের দরজা খুলে দিতে হবে।

আলাউদ্দীন আজাদ, ঝিনাইদহ

Location :

Jhenaidah
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন উপদেষ্টা মুরশিদ
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন উপদেষ্টা মুরশিদ |নয়া দিগন্ত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদা বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে না ভোট দেয়া মানেই চব্বিবের বিরুদ্ধে যাওয়া। না ভোট দেয়া মানে স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো। গণভোটে হ্যাঁ বলতে হবে। কারণ গণভোটে কোনো নিরপেক্ষতা বজায় রাখার সুযোগ নেই। গণভোটে হ্যাঁ দিয়ে নিজের অবস্থানকে স্পষ্ট করতে হবে।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২৪ আমাদেরকে শক্তি দিয়েছে। সেই শক্তি কাজে লাগাতে হবে। রাজনীতিতে আগে যে ভাষা চলতো, সেই ভাষা আর চলবে না। আগের ধ্যান-ধারণা থেকে ফিরে আসতে হবে। আমরা নিয়ম শৃঙ্খলায় ফিরে আসতে চাই। আইনে ফিরেত চাই। মানুষ যাতে পদে পদে আইন মানে, সে জন্যই গণভোট।’

উপদেষ্টা বলেন, ‘সংস্কার চাইলে গণভোট দিতে হবে। গণভোট দিয়ে সংস্কারের দরজা খুলে দিতে হবে। আমরা ২৪ এর আগে ফিরে যেতে চাই না। তাই পরিবর্তেনের জন্য গণভোট দিতে হবে। হয় নতুন দেশ চাই, নতুবা চাই না।’

উপদেষ্টা শারমীন এস মুরশিদা বলেন, ‘গণভোট রাষ্ট্রের নয়, গণভোট মানুষের। আপনারা রাষ্ট্রের উপর ভরসা করে থাকবেন না। পুরানো আইন পরিবর্তনে আমরা মানুষের সম্মতি চাই। তাই গণভোটের আয়োজন। এতে না বলার কোনো সুযোগ নেই। বন্ধ দুয়ার খুলতে ও গণতান্ত্রিক কাঠামোয় ফিরে যেতে হ্যাঁ ভোট দিতে হবে।’

তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘না ভোটে ফিরলে ১৪০০ মানুষকে খুন ও ৩০ হাজার মানুষের জীবন দুর্বিসহ করে তোলার বিপক্ষে দাঁড়াতে হবে। না ভোটে ফিরলে হাদির বিরুদ্ধে যেতে হবে। তাই না গণভোটের জায়গায় কোনো নিরপেক্ষ জায়গা নেই। আমরা অভ্যুত্থানের পক্ষে, আমরা নতুন বাংলাদেশের পক্ষে।’

ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মাহফুজ আফজাল, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইদুর রহমান, শারমিন সুলতানা, শিপ্রা বিশ্বাস ও চন্দন বসু মুক্ত প্রমুখ বক্তব্য রাখেন।