দুর্গাপুরে নাশকতা পরিকল্পনা মামলায় আওয়ামী লীগ নেতা লায়ন গ্রেফতার

রাজশাহীর দুর্গাপুরে সোমবার (১ ডিসেম্বর) আওয়ামী লীগের মাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লায়নকে গ্রেফতার করেছে পুলিশ।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
দুর্গাপুরে নাশকতা পরিকল্পনা মামলায় আওয়ামী লীগ নেতা লায়ন গ্রেফতার
দুর্গাপুরে নাশকতা পরিকল্পনা মামলায় আওয়ামী লীগ নেতা লায়ন গ্রেফতার |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের মাড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লায়নকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে দুর্গাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নির্দেশনায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, লায়নের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করা হয়েছে। সম্প্রতি একটি মানববন্ধনে অংশ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেয়ার পর বিভিন্ন গণমাধ্যমে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনে আওয়ামী সরকার আমলে সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা এবং উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল হোসেনের সাথে সিন্ডিকেট নিয়ন্ত্রণে জড়িত থাকার অভিযোগ উঠে আসে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘নাশকতা পরিকল্পনার অভিযোগে সাখাওয়াত হোসেন লায়নকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’