আসন্ন জাতীয় নির্বাচনে মেহেরপুর-২ সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাকিল আহমাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার সময় গাংনী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম।
সাকিল আহমাদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার নূরুল উল্লাহ ও যুবশক্তির জেলা কমিটির সদস্য আমির হামজাসহ অন্য নেতারা। মনোনয়নপত্র সংগ্রহ শেষে মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।



