ওমরা হজ্বে গিয়ে দেশবাসীর জন্য দোয়া করেছেন ড. মাসুদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ওমরা হজ্বে গিয়ে দেশবাসীর জন্য দোয়া করেছেন।

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
সৌদি আরবে ড. শফিকুল ইসলাম মাসুদ
সৌদি আরবে ড. শফিকুল ইসলাম মাসুদ |নয়া দিগন্ত

ওমরা হজ্বে গিয়ে দেশবাসীর জন্য দোয়া করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার ফ্লাইটে ওমরা হজ্ব পালনের জন্য স্বপরিবারে সৌদি আরব গমন করেন এবং রোববার সেখানে ঈদ করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ সৌদিআরব থেকে এক বার্তায় তার প্রিয় জন্মভূমি বাউফলসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

বিশেষ করে তিনি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।

সৌদি আরব যাওয়ার আগে তিনি তার প্রিয় বাউফলের মানুষকে ভয়েস মেসেজ পাঠান।

এছাড়াও ড. শফিকুল ইসলাম মাসুদ শনিবার সৌদি আরব যাওয়ার আগে বাউফলে যান এবং উপজেলা জামায়াতের কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।