জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। পিআর পদ্ধতিতে ভোট ডাকাতি, কালো টাকার প্রভাব, পেশী শক্তির দাপট ও নির্বাচনী সন্ত্রাসের জায়গা থাকবে না। জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে।’
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘পৃথিবীর বহু দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, যেখানে ভোটের মূল্য বজায় থাকে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কালো টাকার প্রভাব ও পেশী শক্তি থেকে মুক্ত করতে হলে পিআর পদ্ধতির বিকল্প নেই।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জনগণের ভোটে ক্ষমতায় এসেছেন। জনগণের আশা-আকাঙ্ক্ষার মূল্যায়ন করুন। একটি বিশেষ দলের ইশারায় নয় বরং জনগণের ভাষা বুঝে সিদ্ধান্ত নিন।’
তিনি বলেন, ‘অতীতের নির্বাচন ছিল জামায়াতের অস্তিত্ব রক্ষার লড়াই আর আগামী নির্বাচন হবে জামায়াত ইসলামীকে বিজয়ী করার নির্বাচন। আমরা একটি আধুনিক, মানবিক, দুর্নীতিমুক্ত, দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই— এ বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ তৈরি হবে না। প্রত্যেকটি ভোটার তার ভোটের প্রকৃত মূল্য পাবে। বিগত ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে দিয়েছে। ২৪’র গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছিল সেটিকে বাস্তবে রূপ দিতে হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো: খাইরুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম (শহীদ), উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম ও দফতর সম্পাদক আ: বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।