আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজধানী খ্যাত ও দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিল ১০.২ ডিগ্রি এবং শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা তিনদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে রেকর্ড করা হলো।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রাকিবুল হাসান দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করে জানান, সোমবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন রেকর্ড ছিল ১০.২ ডিগ্রি।
তিনি আরো জানান, গত রোববার সকাল ৬টা ও ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.০ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, ‘আগামী কয়েক দিন এ অঞ্চলের তাপমাত্রা এরকমই থাকবে। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত প্রচুর ঠান্ডা অনুভূত হতে পারে, তবে দিনে সূর্য্য ওঠার পরপর তাপমাত্রা কিছুটা বাড়বে। শেষ রাত থেকে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে, তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের তিব্রতা বাড়ায় এবং সেইসাথে বাতাসে ধুলোকণা বা ডাস্ট বেশি থাকায় অনেকের মধ্যেই স্বর্দি-কাশি ও ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে বলে স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন। বিশেষ করে ছোট ছোট বাচ্চা ও বয়স্কদের মধ্যে এসব রোগের প্রকোপ বাড়ছে। এমতাবস্থায় ঠান্ডাজনিত এসব রোগ থেকে রেহাই পেতে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তারা।



