কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের সভাপতি মজিবর বেপারীকে কেরানীগঞ্জ থেকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশ ঢাকা দক্ষিণের (ওসি) শফিকুল ইসলাম সুমন।
মজিবর বেপারী দোহার উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, ঢাকা দক্ষিণ ডিবি পুলিশের এসআই এনামুলের নেতৃত্বে একটি টিম বুধবার রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাপুর এলাকা থেকে মজিবর বেপারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। আটকের পর রাতেই তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



