২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি
২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি |নয়া দিগন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ আগামী ১৯ অক্টোবর থেকে ২৭ অক্টোবর তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ ২৮ অক্টোবর। আর সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ টাকা জমার তারিখ ২৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর তারিখ পর্যন্ত।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেননি, তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ইতোপূর্বে ২১ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।