নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর নগরকান্দায় সড়কের কাজ শুরু

একজন অটোচালক বলেন, ‘পত্রিকায় লেখার কারণে আজ রাস্তায় ইট পড়েছে, এখন অন্তত অটো গাড়িটা ঠিকমত চালানো যাবে।’

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Nagarkanda

‘নগরকান্দা-পুরাপাড়া সড়ক যেন মরণফাঁদ : জনদুর্ভোগ চরমে’ শিরোনামে গত বুধবার (২ জুলাই) দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় সচিত্র একটি প্রতিবেদন প্রকাশের পর টনক নড়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা এলজিইডি কর্তৃপক্ষের। দীর্ঘদিনের জনদুর্ভোগের পর অবশেষে সড়কটির কাজ শুরু করেছে তারা।

বৃহস্পতিবার (৩ ‍জুলাই) সকাল ১০টার দিকে সড়ক এলাকায় ট্রাকযোগে ইট আনার মাধ্যমে সড়কটি মেরামতের কাজ শুরু হয়। প্রথমে ব্যস্ততম এই সড়কটির বড় বড় গর্ত ভরাট করা হয়। পরে শুরু হয়েছে ইটের সলিংয়ের কাজ।

উপজেলা এলজিইডির এমন পদক্ষেপে জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। হঠাৎ এই সংস্কার কার্যক্রম দেখে পথচারী ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। একজন অটোচালক বলেন, ‘পত্রিকায় লেখার কারণে আজ রাস্তায় ইট পড়েছে, এখন অন্তত অটো গাড়িটা ঠিকমত চালানো যাবে।’

তবে এই পদক্ষেপকে অনেকেই একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখছেন। তাদের মতে- অতীতেও এমন দায়সারা সংস্কার কাজ করা হয়েছে, যা কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। ভারী যানবাহন চলাচলের কারণে ইটের সলিং বেশিদিন টেকসই হয় না।

ভুক্তভোগী এলাকাবাসীর জোর দাবি, এমন জোড়াতালি ভিত্তিক সমাধান না করে কার্পেটিংয়ের মাধ্যমে টেকসই সংস্কার করা হোক। গণমাধ্যমের হস্তক্ষেপে কাজ শুরু হওয়ায়, এবার স্থায়ী সমাধান হবে- এমনটাই প্রত্যাশা নগরকান্দাসীর।

উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক বলেন, আপাতত বড় গর্তগুলো ইটের সলিং দিয়ে ভরাট করা হলো। এই সড়কটি সংস্কারের জন্য উপজেলার এক নাম্বারে থাকবে। জুলাই মাসে টেন্ডার হবে। আশা করি নভেম্বরে কারপেটিংয়ের কাজ শুরু হবে।