নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুর-সম্পাদক সেন্টু

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলনে সভাপতি হয়েছেন মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক হয়েছেন তাজউদ্দিন ফারাস সেন্টু।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
সভাপতি মজিবুর রহমান খান ও সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু
সভাপতি মজিবুর রহমান খান ও সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু |নয়া দিগন্ত

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলনে সভাপতি হয়েছেন মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক হয়েছেন তাজউদ্দিন ফারাস সেন্টু।

সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় পাবলিক হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন।

সদর উপজেলা বিএনপির এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।

এ সময় সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, প্রধান বক্তা ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খুরশেদ মিয়া আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ বক্তব্য দেন।