যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ |নয়া দিগন্ত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের ঈদগাহ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশিম রেজা, সদর আসনের এমপি প্রার্থী আব্দুল কাদের, শহর আমির অধ্যাপক শামছুজ্জামান, সদর উপজেলা আমির আশরাফ আলী প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।