ঈদকে কেন্দ্র করে সীমান্তজুড়ে বিজিবির কঠোর নিরাপত্তা

চোরাচালান ও চামড়া পাচার রোধে সর্বোচ্চ সতর্কাবস্থা

পুশইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সংবাদ সম্মেলন
বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়নের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গরু চোরাচালান এবং ঈদের পর চামড়া পাচার রোধে খাগড়াছড়িতে ৩২ বিজিবি তাদের নিরাপত্তা, গোয়েন্দা নজরদারী এবং টহল তৎপরতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) হল রুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন।

সংবাদ সম্মেলনে লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন জানান, দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত কোরবানির পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে গরু দেশে প্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সে বিষয়েও বিজিবি কঠোর নজরদারি বজায় রাখবে।

সম্প্রতি সীমান্ত দিয়ে ‘পুশইন’ (অবৈধ অনুপ্রবেশ) এর বিষয়ে কামরান কবির উদ্দিন বলেন, পুশইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে বিওপিগুলোতে আগের তুলনায় ৪০ শতাংশ লোকবল বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরো জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে।

এ সময় বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কর্মকর্তাবৃন্দ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সহ-সভাপতি জহুরুল আলম, এড. জসীম উদ্দিন মজুমদারসহ জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।