সিলেটের কানাইঘাট ধনা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৪) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ধনা সীমান্তের ১,৩৩৫ পিলারের কাছের এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তে শাকিলকে গুলি করে হত্যা করা হয়।
নিহত শাকিল আহমদ ধনা পাত্তিছড়া গ্রামের আব্দুর রহিম ওরফে সোনার চানের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, সুপারী আনতে গেলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় শাকিল গুলিবিদ্ধ হয়ে দৌঁড়ে বাংলাদেশ সীমান্তে এসে লুটিয়ে পড়েন। পরে তার সহযোগীরা তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শাকিলের লাশ সিলেট সিওমেক হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মীম সালমান।
এ বিষয়ে ধনা বিজিবি ক্যাম্পের হাবিলদার বোরহান উদ্দিন নয়া দিগন্তকে জানান, ‘রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। শাকিল সুপারী আনতে গেলে খাসিয়াদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।’
এর আগে গত ২৯ আগস্ট কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুর রহমান ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে চোরাচালানের মহিষ কিনে কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় আন্তর্জাতিক পিলার নম্বর ১৩৩৮-৩৯-এর মধ্যবর্তী স্থানে ভারতের প্রায় ৩০০ গজ ভেতরে প্রবেশ করলে হঠাৎ করে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রহমান। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ। অবশেষে তিন দিন পর তার লাশ ফেরত দেয় ভারত।



