টার্ফ নির্মাণ ঘিরে চট্টগ্রামে দু’পক্ষে সংঘর্ষ, উত্তেজনা

বিরোধপূর্ণ ১০.৬৯ একর জমিতে হাইকোর্টের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার আমলে ডিসি অফিস থেকে ফুটবল টার্ফের জন্য জায়গাটি ভাড়া দেয়।

ওমর ফারুক, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram

চট্টগ্রাম নগরের বাকলিয়া নোমান কলেজ রোড়ে ফুটবল টার্ফ নির্মাণ ঘিরে দু’পক্ষে সংঘর্ষের পর উত্তোজনা বিরাজ করছে। এর আগে টার্ফ নির্মাণের জায়গাটি দখল ঘিরে বাকলিয়া এক্সসেস রোড়ে সম্প্রতি জোড়া খুনের ঘটনা ঘটেছে। গতকাল (২৯ এপ্রিল) আবারও দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। আজ বুধবার (৩০ এপ্রিল) দিনভর দুটি পক্ষ এলাকায় অবস্থান নেয়। এতে রক্তাক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, বিরোধপূর্ণ ১০.৬৯ একর জমিতে হাইকোর্টের স্থিতাবস্থা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার আমলে ক্ষমতার অপব্যবহার করে ডিসি অফিস থেকে ফুটবল টার্ফের জন্য জায়গাটি ভাড়া দেয়।

জায়গার মালিক মরহুম আছদ আলীর ওয়ারিশরা মোহাম্মদ ইলিয়াস জামালের অভিযোগ, আদালতের আদেশ অনুযায়ী, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমির বর্তমান অবস্থা বজায় রাখতে বলা হয়। নির্মাণ, হস্তান্তর, দলিল সৃজন বা বেচাকেনা করা যাবে না-এমনকি হেবা বা বন্ধকও নয়। কিন্তু একটি প্রভাবশালী মহল রাজনৈতিক ছত্রছায়ায় ওই জমিতে খেলার টার্ফ নির্মাণের চেষ্টা চালাচ্ছে।

তিনি জানান, আমরা প্রায় ১৯০ জন ওয়ারিশ টার্ফ নির্মাণে বাধা প্রদান করলে ২৯ এপ্রিল বাকলিয়া থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মুসা ও রাফির নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল আমাদের ওপর হামলা চালায়। তারা এলাকায় অবস্থান নিয়ে শসন্ত্র মহড়া দিচ্ছে।

এদিকে ঘটনার ব্ষিয়ে চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোবারক বলেন, টার্ফ নির্মাণ নিয়ে দু’টি পক্ষের মধ্যে গতকাল উত্তোজনা বিরাজ করে। এখন পরিস্থিতি শান্ত।