মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দলিল লেখক নিহত

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক দলিল লেখক নিহত হয়েছেন। নিহত মো: জাহিদুল ইসলাম (৩৭) উপজেলার উত্তর গাংগাইর (রক্তিপাড়া) গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দলিল লেখক নিহত
মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দলিল লেখক নিহত |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক দলিল লেখক নিহত হয়েছেন। নিহত মো: জাহিদুল ইসলাম (৩৭) উপজেলার উত্তর গাংগাইর (রক্তিপাড়া) গ্রামের মো: আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, জাহিদুল ইসলাম মধুপুর হতে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে, মঙ্গলবার ১৩ জানুয়ারি বিকেল ৪টার দিকে নরকোনা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি সিমেন্ট ভর্তি ট্রাক তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর ইকবাল জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানার নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।