কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছরা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত হোসেন দোয়েল নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের মুজিব কিল্লা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি মো: মঞ্জুরুল হক।
নিহত শাহাদাত হোসেন ওরফে দোয়েল একই এলাকার মরহুম ফজল হকের ছেলে এবং ইউনিয়ন যুবদলের কর্মী।
সন্ত্রাসীদের নেতৃত্ব দেয়া সাদ্দাম হোসেন নিহতের প্রতিবেশী ছিদ্দিক মাতব্বরের ছেলে। ঘটনায় নিহত ও অভিযুক্ত দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা।
স্থানীয়দের বরাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, শাহাদাত হোসেন দোয়েলের সাথে চাচাতো ভাই ছিদ্দিক মাতব্বরের ছেলে সাদ্দাম হোসেনের মধ্যে মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। রোববার রাতে পূর্ব বিরোধের জেরে দুইজনের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে।
এর এক ঘণ্টা পর সাদ্দামের নেতৃত্বে ৭/৮ জনের সন্ত্রাসী ঘটনাস্থলে এসে শাহাদাতকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। পরে আত্মীয় স্বজনরা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয় যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুনের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান ওসি। পুলিশের ধারণা, জমির মালিকানা নিয়ে শাহাদাত হোসেনের পরিবারের সাথে সাদ্দাম হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে খুনের এ ঘটনা ঘটেছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, ওসি মো: মঞ্জুরুল হক।