চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে গোসল করতে নেমে উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
সোমবার (২৩ জুন) সকাল ১০টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
এর আগে, রোববার (২২ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ উর্মি খাতুন বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, রোববার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। স্থানীয়রা নদীতে জাল ফেলে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
নিখোঁজ শিশুর বাবা উজ্জ্বল হোসেন জানান, সমবয়সী কয়েকজনের সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সবার অজান্তে আমার মেয়ে নদীর স্রোতে ডুবে যায়।