লালমনিরহাটের দু’ উপজেলার তিনটি সীমান্ত দিয়ে তিনজনকে পুশইন ও ৯ জনকে জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় পুশইন করা তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ জুন) ভোর থেকে হাতীবান্ধা উপজেলার দু’ সীমান্ত ও পাটগ্রাম উপজেলা একটি সীমান্ত পয়েন্ট দিয়ে তাদেরকে পুশইন ও পুশইনের চেষ্টা চালানো হয়।
বিজিবি জানায়, হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০৫/১ এস পিলার এলাকা দিয়ে তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। পরে বিজিবি তাদের তিনজনকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে। আটক হওয়া ব্যক্তিরা ৮ থেকে ১০ বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে বোম্বে শহরে কাজ করছিলেন। এখন তাদেরকে ধরে এনে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হয়েছে।
পুশইন হওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাতখুটা এলাকার মকবুল গাজীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), একই এলাকার পুটুনী গ্রামের মরহুম কামেম মোল্লার ছেলে আমজাদ মোল্লা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরি এলাকার আব্দুল মুকিত মোল্লার ছেলে মামুন মোল্লা (৫০)।
হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনাবিরুল হক মোনা বলেন, ‘বনচৌকি সীমান্ত দিয়ে পুশইন করা ব্যক্তিরা প্রাথমিকভাবে বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। আটক হওয়াদের তথ্য মতে, তাদের আত্মীয়-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে উপযুক্ত প্রমাণসহ ইউনিয়ন পরিষদে আসতে বলা হয়েছে।’
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন-নবী বলেন, ‘পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশী হওয়ায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি। আমরা তাদের পরিচয় যাচাই-বাছাই করে নিকট আত্মীয়দের কাছে হস্তান্তর করব।’