নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

শনিবার দুপুরে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নিহত এনামুল হক
নিহত এনামুল হক |নয়া দিগন্ত

নোয়াখালীর কবিরহাটে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (২৪) নামে এক ছাত্রদল নেতা আহত হওয়ার পর ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত এনামুল হক উপজেলার কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে ও একই ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি রাজনীতির পাশাপাশি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন।

জানা যায়, কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করার সময় ওই সময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্টে তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।