বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

তালতলী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মজিবুর রহমান জানান, ‘বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ইউসুফ আলী, তালতলী (বরগুনা)

Location :

Taltali
বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত
বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত |নয়া দিগন্ত

বরগুনার তালতলীতে ছেঁড়া তার গুছাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া বেগম (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার ঠংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড়ের কারণে তালতলীতে বিদ্যুৎ সরবরাহে বারবার বিভ্রাট দেখা দেয়। ঝড়ে গ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে। শুক্রবার সন্ধ্যায় আছিয়া বেগম বাসার পাশের ছেঁড়া তার সরানোর চেষ্টা করছিলেন। ঠিক ওই সময় বিদ্যুৎ সংযোগ ফিরে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বামী রাজিব শিকদার বলেন, ‘আমার স্ত্রীর মৃত্যুর জন্য বিদ্যুৎ বিভাগ দায়ী। সময়মতো তারা কোনো সতর্কতা না দেয়ায় এ ঘটনা হয়েছে। আমি এর বিচার চাই।’

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর কোনো সতর্কতা ছাড়াই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

তালতলী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মজিবুর রহমান জানান, ‘বিষয়টি আমার জানা ছিল না। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহজালাল জানান, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।’