সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

এর আগে দুদকের কর্মকর্তারা ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখতে পান।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Dhaka
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান |নয়া দিগন্ত

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর সহকারী পরিচালক আরিফ আহম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে দুদকের কর্মকর্তারা ছদ্মবেশে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জায়গায় অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখতে পান।

তবে অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আলম হাসান উপস্থিত ছিলেন না।

অভিযানের বিষয়ে সহকারী পরিচালক আরিফ আহম্মদ নয়া দিগন্তকে বলেন, আমাদের কাছে টিকিট কাটার সময় অতিরিক্ত টাকা আদায়, ওষুধ বিতরণে টাকা আদায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুপস্থিতি ও ফোন রিসিভ না করাসহ নানা অভিযোগ ছিল। আমরা সিভিলে মোটামুটি সবকিছু দেখেছি। এরমধ্যে স্বাস্থ্য কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি। এছাড়া আরো কয়েকজন কর্মকর্তাকে আমরা অনুপস্থিত পেয়েছি। তাদের সাথে আমরা কথা বলেছি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডিজির সাথে মিটিংয়ে আছেন বলে জানানো হয়েছে। এছাড়া ওষুধ বিতরণ ও টিকিট নেয়ার বিষয়ে কোনো ব্যত্যয় আমরা পাইনি।

তিনি আরো বলেন, সবচেয়ে বেশি যে বিষয়টি খারাপ লেগেছে এখানকার টয়লেটসহ সব জায়গা ব্যাপক অপরিচ্ছন্ন। আমরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ইলেক্ট্রনিক হাজিরার কপি নিয়েছি। বিষয়গুলো নিয়েই আমরা রিপোর্ট জমা দেয়ার পাশাপাশি বিভিন্ন অব্যবস্থাপনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ব্যবস্থা নিতে সুপারিশ করব।

অভিযানের সময় দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২-এর উপ-সহকারী পরিচালক বিলকিস বানু ও কনস্টেবল সোহেল রানা উপস্থিত ছিলেন।.