মানিকগঞ্জে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কারের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বক্তরা শহীদ মীর কাসেম আলীর স্বপ্নের ইসলামী ব্যাংক ধ্বংস হতে দেয়া যাবে না বলে উল্লেখ করেছেন।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক মানিকগঞ্জ জেলার গ্রাহক ব্যবসায়ী নূর মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট শফিকুল
ইসলাম জসিম, ছাত্র প্রতিনিধি মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট
আনোয়ারুল হক।
বক্তারা বলেন, ‘বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে, ইসলামী শরীয়া মোতাবেক ব্যাংক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে, দেশবাসীকে সুদ-প্রতারনা হতে মুক্তি দিতেই শহীদ মীর কাসেম আলী ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেন। তার স্বপ্নের এ ব্যাংককে বিগত আওয়ামী লীগ সরকার ও তার অন্যতম দোসর এস আলম ও তার বাহিনী ধ্বংস করে দিয়েছে। তাদের দখলকৃত সময়ে অযোগ্য, অদক্ষ, দুর্নীতিবাজদের বিনা পরিক্ষায় নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়োগকৃত অপদার্থরা এখনো ব্যাংকে রয়ে গেছে, যদিও তাদের প্রভুরা পালিয়ে গেছে। তবে সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে তাদের পলাতক অর্থপাচারকারী প্রভুদের নির্দেশে তারা এখনো ব্যাংকটিকে ধ্বংসের যড়যন্ত্র করে যাচ্ছে।’
বক্তারা আরো বলেন, ‘কথা পরিষ্কার আমাদের টাকায় ব্যাংক পরিচালিত হচ্ছে। আমরা কোনো যড়যন্ত্রকারীকে ব্যাংকে দেখতে চাই না। আমরা দ্রুত তাদেরকে ব্যাংক থেকে বহিষ্কারের জোর দাবি জানাচ্ছি। যদি তাদের বিদায় দেয়া না হয় তবে গ্রাহকরা তাদেরকে কোনোভাবেই ব্যাংকে মেনে নিবে না। আমরা চাই, ব্যাংক কর্তৃপক্ষ ও সরকার দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করবে।’