কুড়িগ্রামের রাজারহাটে ডাকাতির সময় বাধা দেয়ায় তপন দাস (৫০) নামে এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শান্তি নগর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল ডাকাত মেরিস কোম্পানিতে হানা দেয়। ডাকাতদের বাধা দিতে গেলে তারা নৈশপ্রহরী তপন দাসের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
প্রতিষ্ঠান থেকে মালামাল লুটসহ আনুমানিক ৩৫ লাখ টাকা ডাকাতি করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হবে।‘



