বগুড়ার শেরপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানাকে (৩৮) পুলিশে সোপর্দ করে করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে হামছায়াপুরে আন্তঃজেলা কোচ টার্মিনালের এসআর কাউন্টার থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা সোহেল রানাকে আটক করে অন্যান্য নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশের কাছে সোপর্দ করে।
সোহেল রানা উপজেলার বিশালপুর ইউনিয়নের ভায়রা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের নির্বাহী সদস্য আরিফুর রহমান তালাশ, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার, পৌর যুবদলের দাফতরিক দায়িত্ব প্রাপ্ত নেতা কায়সার আহমেদ সোহাগ, পৌর ছাত্রদল নেতা রাকিবুল হাসান রাব্বি, হাসনাত জামিল হাসিব, তৌহিদুল ইসলাম রিফাত, মেহেদি হাসান পাপ্পু প্রমুখ।
এ বিষয়ে সামিউল আলম তুষার বলেন, আমরা জানতে পারি যে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা দুপুর ২টার গাড়িতে ঢাকায় যাবে। আমরা সেখান থেকে তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে, সে নাশকতা মামলার আসামি। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।