মুন্সীগঞ্জে যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’

গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ জেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’র প্রচার কার্যক্রম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদকে সামনে রেখে গণভোটের গুরুত্ব তুলে ধরতেই এ বিশেষ প্রচারণা শুরু করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শহীদ মিনারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জানা যায়, ১০টি প্রচারণামূলক যান নিয়ে গঠিত সুপার ক্যারাভানটি দিনব্যাপী জেলার বিভিন্ন উপজেলা ঘুরে ভোটারদের সচেতন করবে। গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সৌসুমী মাহাবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোটের গাড়ির পাশে স্থাপন করা হয় ‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বক্স। এতে সাধারণ মানুষের পাশাপাশি তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা নিজেদের মতামত ও প্রত্যাশা লিখে জনমত বক্সে জমা দেন।

এদিকে সুপার ক্যারাভান ঘিরে সাধারণ মানুষের ভিড় ও আগ্রহ লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা, এ উদ্যোগ ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার ২২ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোটের গাড়ি সুপার ক্যারাভানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।