কিশোরগঞ্জে হাওরে ডুবে বৃদ্ধের মৃত্যু

দুপুর ১টার দিকে আব্দুল হামিদ সড়কের পশ্চিম পাশে বড় হাওরের গভীর পানিতে ঠেলা জালসহ তাকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন।

মো: আল আমিন, কিশোরগঞ্জ

Location :

Kishoreganj
কিশোরগঞ্জের ম্যাপ
কিশোরগঞ্জের ম্যাপ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে হাঁসের জন্য শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে সিরাজুল ইসলাম (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের সামনে বড় হাওরে এ ঘটনা ঘটে।

বৃদ্ধ সিরাজুল ইসলাম খয়রত গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে তার গৃহপালিত চারটি হাঁস রয়েছে। এগুলোর জন্য শামুক কুড়াতে ঠেলা জাল নিয়ে সকাল ১০টার দিকে তিনি হাওরে যান। দুপুর ১টার দিকে আব্দুল হামিদ সড়কের পশ্চিম পাশে বড় হাওরের গভীর পানিতে ঠেলা জালসহ তাকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পরিবার ও স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে।

সিরাজুল ইসলামের মেজ ছেলে বরজু মিয়া বলেন, ‘বয়স হয়ে যাওয়ায় আমার বাবা অন্য কোনো কাজ করতেন না। বাড়িতে হাঁসগুলোকে পালতেন। তার বড় কোনো অসুখ-বিসুখও ছিল না। শামুক কুড়াতে গিয়ে বেশি পানিতে নেমে পড়ায় ঠাঁই না পেয়ে তার মৃত্যু হয়েছে। লাশ বাড়িতে আনা হয়েছে।’

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ‘বড় হাওরে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর তথ্য আমি পেয়েছি। সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।’