মাওলানা রফিকুল ইসলাম খান

জামায়াত ধর্মের সাথে রাজনীতি করে না, করে ধর্মীয় রাজনীতি

‘কিছু রাজনৈতিক দলের নেতারা জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় হতাশ হয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন, জামায়াত ধর্মের সাথে রাজনীতি করে। বাস্তবে বিষয়টি তা নয়। ইসলামকে বাদ দিয়ে মুসলমানের জীবন চলতে পারে না। রাজনীতি আমাদের জীবনের বাইরের কোনো বিষয় নয়; বরং ধর্মীয় মূল্যবোধের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার মাধ্যমই আমাদের রাজনীতি।’

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান
সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জামায়াতে ইসলামী ধর্মের সাথে ব্যবসা করে না, ধর্মকে পুঁজি করে রাজনীতি করে না; বরং আমরা ধর্মীয় রাজনীতি করি। ইসলাম আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

তিনি বলেন, ‘আমরা ধর্মকে নিয়ে আমাদের পুরো জীবন অতিবাহিত করতে চাই। ইসলাম শুধু মসজিদে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব জায়গাতেই ইসলামের বাস্তব প্রয়োগ প্রয়োজন।’

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের নির্বাচনী পথসভা উপলক্ষে নির্ধারিত মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘কিছু রাজনৈতিক দলের নেতারা জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় হতাশ হয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন, জামায়াত ধর্মের সাথে রাজনীতি করে। বাস্তবে বিষয়টি তা নয়। ইসলামকে বাদ দিয়ে মুসলমানের জীবন চলতে পারে না। রাজনীতি আমাদের জীবনের বাইরের কোনো বিষয় নয়; বরং ধর্মীয় মূল্যবোধের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার মাধ্যমই আমাদের রাজনীতি।’

আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের উল্লাপাড়ায় আগমন প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উল্লাপাড়ার মানুষ জামায়াত আমিরকে বরণ করে নিতে মুখিয়ে আছে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আসন্ন নির্বাচনে এই গণজোয়ারের ইতিবাচক প্রভাব পড়বে। পথসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি।’

তিনি আরো বলেন, ‘দেশের মানুষ এখন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব চায়। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব উপহার দিতে প্রস্তুত রয়েছে।’