জাতীয় নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু

জাতীয় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দেশের ১৩০টি ভেন্যুতে চতুর্থ পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachhari
জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে খাগড়াছড়িতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ
জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে খাগড়াছড়িতে পুলিশের বিশেষ প্রশিক্ষণ |নয়া দিগন্ত

জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে পুলিশের বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ শনিবার সকালে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ এনডিসি। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ব্যাচের এই প্রশিক্ষণ কর্মশালায় কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, জাতীয় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য দেশের ১৩০টি ভেন্যুতে চতুর্থ পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম গত ৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে প্রথম পর্যায়ে ৫০ জন পুলিশ সদস্য তিন দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করছেন। প্রশিক্ষণে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে বাংলাদেশ পুলিশের অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশের পরবর্তী ব্যাচগুলোর জাতীয় নির্বাচনী প্রশিক্ষণও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।