হবিগঞ্জের ৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

তবে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)

Location :

Habiganj
বিএনপি ঘোষিত তিন প্রার্থী
বিএনপি ঘোষিত তিন প্রার্থী |সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানের দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন।

হবিগঞ্জের তিনটি আসনে মনোনীত প্রার্থীরা হলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে ডা: সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-সায়েস্তাগঞ্জ) আসনে জি কে গউছ ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে সৈয়দ ফয়সল।

তবে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।