সিরাজদিখানে ধরা ছোঁয়ার বাইরে যুবলীগ নেতা আনোয়ার হোসেন

মুন্সীগঞ্জের সিরাজদিখানের বয়রাগাদী ইউনিয়নের কুমারখালি গ্রামের নেকবর আলীর ছেলে আনোয়ার হোসেন দীর্ঘ ১৭ বছর ধরে নানা অপকর্ম করেও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan
সিরাজদিখানে ধরা ছোঁয়ার বাইরে যুবলীগ নেতা আনোয়ার হোসেন
সিরাজদিখানে ধরা ছোঁয়ার বাইরে যুবলীগ নেতা আনোয়ার হোসেন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের কুমারখালি গ্রামের নেকবর আলীর ছেলে আনোয়ার হোসেন দীর্ঘ ১৭ বছর ধরে নানা অপকর্ম করেও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তিনি বয়রাগাদী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ মেয়াদে দলীয় প্রভাব খাটিয়ে তিনি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। শ্বশুর ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাহের আলীর সহযোগিতায় তিনি অন্যের জমি দখল, জাল দলিল ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করেছেন বহু মানুষকে।

জমি সংক্রান্ত বিষয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ আদালতে একাধিক মামলা রয়েছে। তবে প্রভাব ও অর্থের জোরে তিনি এসব মামলায় জামিন পেয়েছেন এবং বাদিদের মামলা তুলে নিতে নিয়মিত হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আনোয়ার হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আব্দুর রব মিয়া বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আনোয়ার হোসেন বহু অপকর্মের সাথে জড়িত ছিল। তার একাধিক এনআইডি কার্ড রয়েছে এবং প্রতিটিতে ভিন্ন ভিন্ন বাবার নাম ব্যবহার করে জমি দখল ও অর্থ হাতিয়ে নিয়েছে। এদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি।’

এদিকে সিরাজদিখান থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ‘অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে আমরা সক্রিয় আছি।’