মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো: কামরুজ্জামান রতন।
রোববার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ীর প্রত্যেককে এক বস্তা চাল ও মোট ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
ঘটনাস্থলে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মো: সিরাজুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন, বিএনপি নেতা নুরুল আমিন সরকার, আ: মান্নান মিয়াজী, এবাদুল্লাহ হক, মুছা সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
উল্লেখ্য, গত শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।



