কক্সবাজারের রামু উপজেলার রাবার বাগান থেকে রাজু শর্মা (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরিবারের দাবি, রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাজু শর্মা রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হিন্দু পাড়া এলাকার পরলোকগত রণজিৎ শর্মার ছেলে। তিনি পেশায় একজন নাপিত।
রাজুর বড় ভাই ছোটন শর্মা জানান, গত রোববার থেকে রাজু নিখোঁজ ছিলেন। পরে প্রতিবেশী রিটন ও তার মা জানায়, তারা রাজুকে ৫২ হাজার টাকা দিয়েছিলেন, যা সম্পর্কে পরিবার আগে কিছু জানত না। আজ সকালে লাশ উদ্ধারের পর তারা নিশ্চিত হয়েছেন, এটি একটি হত্যাকাণ্ড।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ফরিদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদি এটি হত্যাকাণ্ড হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’