তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধনে অসুস্থ হয়ে পড়া তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এখন আশঙ্কামুক্ত।
তার সুস্থতা কামনা শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরআগে শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা সদরের মহেন্দ্রনগর বাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা সমিতি ঢাকা’র আয়োজনে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ শিরোনাম অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অংশ নেন।
কর্মসূচি চলাকালে এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেন দলীয় নেতাকর্মীরা। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
শনিবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, ‘আসাদুল হাবিব দুলু এখন শংকামুক্ত। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধায়নে তিনি সুস্থ আছেন। তার দ্রুত সুস্থতায় লালমনিরহাটবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ও তার পরিবার।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, হারাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মাসুদ, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম, মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আলমসহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় লোকজন।



