ঢাকার সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উপর অতর্কিত হামলার অভিযোগ ওঠেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে। হামলায় জামায়াতের তিনজন কর্মী আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার তেঁতুলজোড়া ইউনিয়নের হেমায়েতপুরের ভাঙ্গা সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
জামায়াত ও স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুরের ভাঙা সেতু সংলগ্ন আল-আকসা মসজিদের পাশে বাদ আসর মসজিদের মোয়াজ্জেম নাসির উদ্দিনের দোকানে চা-বিস্কুট খাওয়ার সময় বিএনপি নেতা মোশারফ হোসেন মোশার ছোট ভাই শরিফ উদ্দিনের নেতৃত্বে জামায়াত কর্মীদের উপর অতর্কিত হামলা করে ও দোকান ভাঙচুর করা হয়। এ সময় জামায়াত কর্মী মনির হোসেন (৩৫), মসজিদের মোয়াজ্জেম নাসির উদ্দিন (৪৫) ও জোবায়ের হোসেন (২৫) আহত গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তেঁতুলঝোড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আমিরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, ‘গত মাসের ২৮ নভেম্বর জামায়াতের উদ্যোগে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের প্রভাতি অ্যাকাডেমি মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। মেডিক্যাল ক্যাম্প পরিচালনার জেরে বিএনপি নেতা মোশারফ হোসেন মোশার ছোট ভাই শরিফ উদ্দিনের নেতৃত্বে হামলা ও দোকান ভাঙচুর করা হয়।’
তিনি আরো বলেন, ‘কেন মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে জানতে চেয়ে বিএনপি নেতাকর্মীরা জামায়াত কর্মীদের উপর হামলা শুরু করে।’
রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার মডেল থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো: হেলাল উদ্দিন নয়া দিগন্তকে জানান, ‘ঘটনার বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’



