গফরগাঁওয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাসি কুরচাই এলাকায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানাধীন ইটভাটার অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ভাবে পরিচালিত দু’টি চিমনি ও ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদফতর। এছাড়াও একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের পাতলাসি কুরচাই এলাকায় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিঝর্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি। এ সময় পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, পাগলা থানার পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি জানান, অভিযানে ইটভাটায় একাধিক আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। ইটভাটাটি অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত, মাটি খনন এবং ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করছিল। এটি ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ লঙ্ঘনের অন্তর্ভুক্ত। এ কারণে ইটভাটাটি ভেঙে ফেলা হয় এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে দু’টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।

পরিবেশ রক্ষায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।