বরগুনা জেলার পাথরঘাটায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাধনা রানী (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকেলে ওই নারীর দাহ সম্পন্ন হয়।
মৃত সাধনা রানী উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোটপাথরঘাটা এলাকার রতন চন্দ্র দাসের স্ত্রী।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার ভোর রাত ৪টার দিকে মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে সাধনা রানীর ছেলে হৃদয় চন্দ্র দাস ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে চিকিৎসারত অবস্থায় ছেলে হৃদয় চন্দ্র দাস কিছুটা সুস্থ হন। এর মধ্যে মা সাধনা চন্দ্র দাসও বাড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়েন। তাকেও পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয়।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রাখাল চন্দ্র বিশ্বাস অপূর্ব জানান, দেশের মধ্যে বরগুনা জেলাকে হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই ডেঙ্গু রোগীকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত পাথরঘাটা উপজেলায় ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে এই প্রথম পাথরঘাটানে সাধনা রানী নামের একজন রোগীর মৃত্যু হয়েছে। এই রোগ নিয়ে সকলকে সচেতন হওয়া খুবই জরুরি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রত্যেকটা ইউনিয়ন বিষয়টি নিয়ে কাউন্সিলিং করা হচ্ছে যাতে এই অঞ্চলের প্রান্তিক মানুষগুলো ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন হয়ে নিজেদের সুরক্ষা দিতে পারে।