নোয়াখালীর হাতিয়া উপজেলায় তিন কেজি পাঁচ শ’ গ্রাম হরিণের গোশতসহ মো: জাহিদ উদ্দিন (৩০) নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার নলচিরা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া জাহিদ উদ্দিন উপজেলার নলচিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে জবাই করা হরিণের গোশত পাওয়া যায়। পরে তাকে হাতিয়া থানায় নিয়ে আসা হয়। একটি চক্র দীর্ঘদিন থেকে বনের হরিণ জবাই করে এর গোশতসহ শরীরের অংশ বিশেষ পাচার করে আসছে। জাহিদ সেই চক্রের একজন সদস্য।
এদিকে আটক হওয়া জাহিদকে বন্য প্রাণী আইনে মামলা আটক দেখিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলাটি করেন স্থানীয় বনবিভাগের বিট অফিসার আরিফুল ইসলাম।
এ বিষয়ে হাতিয়া থানার উপ-পরিদর্শক মিনহাজুল আবেদীন জানান, আটক জাহিদকে বন বিভাগের করা মামলায় আটক দেখানো হয়েছে। এই চক্রের সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে আটকের অভিযান পরিচালনা করা হবে।