ফরিদপুরের ৪টি আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Location :

Faridpur
ছবি : নয়া দিগন্ত

ফরিদপুর প্রতিনিধি ও বোয়ালমারী সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ফরিদপুরের চারটি আসনে ৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুর-১ আসনে (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) মনোনয়নপত্র দাখিল করেছেন ১৫ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. ইলিয়াস হোসেন মোল্লা, স্বতন্ত্র মো: আবুল বাশার খান, স্বতন্ত্র মো: শাহাবুদ্দিন আহমেদ, বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফের শাহ মো: আবু জাফর, স্বতন্ত্র লায়লা আরজুমান বানু, এনসিপির মো: হাসিবুর রহমান অপু, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরাফত হুসাইন, স্বতন্ত্র মো: গোলাম কবির মিয়া, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃণ্ময় কান্তি দাস, স্বতন্ত্র মো: আরিফুর রহমান, স্বতন্ত্র মো: সামসুদ্দিন মিয়া, বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ নাছির।

আসনটিতে তিন উপজেলায় পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৩৪১ জন ও নারী ২ লাখ ৫১ হাজার ২১৪ জন, মোট ৫ লাখ ১০ হাজার ৫৬৬ জন ভোটার রয়েছেন।

ফরিদপুর-২ আসনে (নগরকান্দা ও সালথা) মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন মধ্যে গণঅধিকার পরিষদের ফারুক ফকির, বিএনপির শামা ওবায়েদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ মো: জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো: জয়নুল আবেদীন বকুল, বাংলাদেশ কংগ্রেসের মো: নাজমুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আকরাম আলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আকরামুজ্জামান।

ফরিদপুর-৩ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিএনপির নায়াব ইউসুফ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক আব্দুত তাওয়াব, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে.এম. ছরোয়ার, কমিউনিস্ট পার্টির মো: রফিকুজ্জামান মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের আরিফা আক্তার বেবী ও স্বতন্ত্র মোরশেদুল ইসলাম আসিফ।

ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির রায়হান জামিল, স্বতন্ত্র এ.এ.এম. মুজাহিদ বেগ, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: ইসহাক চোকদার, কমিউনিস্ট পার্টির আতাউর রহমান, স্বতন্ত্র আব্দুল কাদের মিয়া, বিএনপির শহিদুল ইসলাম বাবুল, স্বতন্ত্র মজিবুর হোসাইন।