আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতারা।
সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা।
মনোনয়ন পত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি,
সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: নিজামুদ্দিন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, দলীয় প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের সমর্থন নিয়ে বিজয় অর্জনের মাধ্যমে দেশের সেবায় নিয়োজিত থাকবেন।



