সাদুল্লাপুরে সহিংসতা নিরসনে হরিজনদের সাথে আলোচনা

সাদুল্লাপুর সার্বজনিন কালী মন্দির চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলেটেটর গ্রুপ।

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sadullapur
সাদুল্লাপুরে সহিংসতা নিরসনে হরিজনদের সাথে আলোচনা
সাদুল্লাপুরে সহিংসতা নিরসনে হরিজনদের সাথে আলোচনা |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরের হরিজন সম্প্রদায়ের ব্যক্তিদের নিয়ে সহিংসতা নিরসনে আলোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় সাদুল্লাপুর সার্বজনিন কালী মন্দির চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলেটেটর গ্রুপ।

সাদুল্লাপুর উপজেলা গ্রুপের সদস্য হাফিজার রহমান বাদলের সভাপতিত্বে এবং মামুন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কোর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, পিএফজি সদস্য আব্দুস ছামাদ মন্ডল মধু, মাহাবুব হিটলু, কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রতন কুমার অধিকারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, কালী মন্দিরের সভাপতি দীলিপ চন্দ্র অধিকারী, রিপনসহ অনেকে।

বক্তারা উপজেলা ছোটবড় যেকোন ধরনের সহিংস ঘটনা, নারী ও শিশু নির্যাতন রোধ এবং হরিজন সম্প্রদায় যাতে কোন বৈষম্যের স্বীকার না হয় সে বিষয়ে সচেতনতা মুলক আলোচনা তুলে ধরেন।