মামুনুল হক

প্রয়োজনে রক্ত দিয়ে দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করব

‘দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি।’

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
জনসভায় বক্তব্য রাখছেন মাওলানা মামুনুল হক।
জনসভায় বক্তব্য রাখছেন মাওলানা মামুনুল হক। |নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। দেশের প্রতি ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিব না। প্রয়োজনের রক্ত দিয়ে দেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা হবে।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বান্দরবান শহরের প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান জেলা শাখা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘আমরা ক্ষমতার রাজনীতি করি না, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আমরা ইসলামের সম্মান রক্ষা করার জন্য রাজনীতি করি। কিন্তু ইসলামের ওপর আঘাত এলে এক মুহূর্তের জন্য নীরব থাকিনি, ভবিষ্যতেও নীরব থাকবে না।’

মিয়ানমারের করিডোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সাথে কথা না বলে দেশের ক্ষতি হয় এরকম কোনো কাজ করা যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি।’

নারী সংস্কার কমিশন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন নারী সংস্কার কমিশন। ইসলামকে কটাক্ষ করা হয়েছে নারী সংস্কার কমিশনের নামে। তিনি অবিলম্বে সংস্কার কমিশন বাতিলের দাবি জানান।’ 

মাওলানা আব্দুস সোবহানের সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির শাইখুল হাদীস আল্লামা আলী উসমান, বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, জামায়াত  ইসলামীর বান্দরবান জেলা শাখার আমির আব্দুস সালাম আজাদ, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বান্দরবান বাজার শাহী জামে মসজিদ খতিব এহসানুল হক আল-মুঈন প্রমুখ।