মেহেরপুর সীমান্তে আটজনকে পুশইন করেছে বিএসএফ

তাদের মধ্যে দুইজন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও জামালপুরে বলে জানা গেছে।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Meherpur
পুশইন করা আট নারী-পুরুষ
পুশইন করা আট নারী-পুরুষ |নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে আটজন নারী পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এসব নারী পুরুষকে সীমান্তের মাঝামাঝি গেট দিয়ে ঠেলে দেয়া হয়।

তাদের মধ্যে দুইজন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও জামালপুরে বলে জানা গেছে।

পরে সীমান্তবর্তী সড়ক দিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি দেখা দিলে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম জানান, তাদেরকে তারকাঁটার বেড়া দিয়ে পার করে দেয়া হয় বাংলাদেশে। এনিয়ে উভয় দেশে সীমান্ত কর্মরত বিজিবি এবং বিএসএফ সেক্টর পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।