চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল রোড এলাকায় তদারকি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করা এবং অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার কারণে একাধিক ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযানে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার দায়ে মো: সহিদুল হক বিশ্বাসের প্রতিষ্ঠান ডিজিটাল মডার্ন ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার কারণে মো: আজগর আলী বিশ্বাসের প্রতিষ্ঠান সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার না করা এবং অন্য ত্রুটি দ্রুত সংশোধনের নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন পরিবেশ অধিদফতরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।
এদিকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।