সিলেটে গুলিসহ আরো ৬টি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
এর আগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট বিভাগের মৌলভীবাজারের কমলগঞ্জ থানার গুলের হাওরের বলদার পুকুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি গুলিসহ এয়ারগানগুলো উদ্ধার করা হয়।
শহীদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। নাশকতার কাজে এ অস্ত্রগুলো ব্যবহার করার উদ্দেশে কেউ সংগ্রহ করতে পারে বলে ধারণা করছে র্যাব। একটি জিডি করে গুলিসহ অস্ত্রগুলো কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় র্যাবের দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৩২টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ২০টি এয়ারগান উদ্ধার করেছে। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সিলেট বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।



