শাবিপ্রবিতে ছাত্রশিবিরের দারসুল কোরআন কর্মসূচি

বুধবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
শিবিরের দারসুল কোরআন কর্মসূচি
শিবিরের দারসুল কোরআন কর্মসূচি |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দারসুল কোরআন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‘আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন বুঝার জন্য। আমরা এ কারণে দারসুল কোরআন আয়োজন করেছি, যাতে অন্তত একটি আয়াত তাফসীরসহ বুঝে আমল করতে পারি। আশা করি উপস্থিত শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন।‘

অনুষ্ঠানে দারস প্রদান করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক মাসহুক আহমেদ। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন, অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। দারসুল কোরআন কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।