সিলেটে র‌্যাবের অভিযানে ভারতীয় ২৮টি পাওয়ার জেল ও ডেটোনেটর উদ্ধার

জৈন্তাপুর থেকে ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে, যা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Jointapur
উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর
উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর |নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুর থেকে ২৮টি ভারতীয় পাওয়ার জেল ও ডেটোনেটর উদ্ধার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জৈন্তাপুরের কাটাগাং এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পাশে একটি বালুমহালের নিকট পরিত্যক্ত টিনের ঘর থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। রাতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

র‌্যাব-৯ সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থেকে ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে, যা নাশকতার কাজে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

র‌্যাব আরো জানায়, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ৩৬টি দেশী ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, চার হাজার ৬৩০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, সাউন্ড গ্রেনেড ও পেট্রোল বোমাসহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করেছে। এসব অভিযানের ফলে সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ১৪টি ইন্ডিয়ান পাওয়ার জেল ও ১৪টি নন-ইলেকট্রিক ডেটোনেটর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে র‌্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।