ডেভিল হান্ট ফেজ-২

সিলেটে পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার নেই, আটক ৩৩০

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনে সিলেট মহানগর এলাকায় ৫৬ জনকে আটক করেছে পুলিশ। তারা সকলেই আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। এছাড়া মাদকসহ অন্যান্য নিয়মিত অভিযানে গ্রেফতার অব্যাহত রয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ‘ফ্যাসিস্টদের’ দমনে সারাদেশের ন্যায় সিলেটেও চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’। সিলেট বিভাগে এক সপ্তাহের পুলিশী অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার না হলেও ৩ শতাধিক আওয়ামী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনে সিলেট মহানগর ও বিভাগের ৪টি জেলায় পৃথক অভিযানে ৩৩০ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে সিলেট মহানগর এলাকায় ৫৬ জন, সিলেট জেলায় ৬৬ জন, সুনামগঞ্জ জেলায় ৫৭ জন, মৌলভীবাজার জেলায় ৫৯ জন এবং হবিগঞ্জ জেলায় ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ে বিজিবি ও র‌্যাবের অভিযানে বেশ কয়েকটি অবৈধ অস্ত্র ও এয়ারগান উদ্ধার হলেও পুলিশের অস্ত্র উদ্ধারের কোন তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত ১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করে যৌথ বাহিনী। ১৬ ডিসেম্বর থেকে সারাদেশের মতো সিলেট বিভাগেও অভিযান জোরদার করা হয়।

তবে গ্রেফতারের সংখ্যা ছিল তুলনামূলক কম। এরপর সম্প্রতি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরপরই এ অভিযানটি জোরদারের সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনে সিলেট মহানগর এলাকায় ৫৬ জনকে আটক করেছে পুলিশ। তারা সকলেই আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। এছাড়া মাদকসহ অন্যান্য নিয়মিত অভিযানে গ্রেফতার অব্যাহত রয়েছে।

সিলেট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে সোমবার পর্যন্ত ৬৬ জনকে আটক করা হয়েছে। তবে এই সময়ে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়া এই সময়ে মাদকসহ অন্যান্য নিয়মিত অভিযানে কয়েকজন গ্রেফতার হয়েছেন।

সুনামগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ থেকে ২২ ডিসেম্বরের অভিযানে সুনামগঞ্জ জেলায় ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই সময়ে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। এছাড়া এই সময়ে অন্যান্য নিয়মিত অভিযান ও গ্রেফতার অব্যাহত ছিল।

মৌলভীবাজার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে এক সপ্তাহে জেলায় ৫৯ জনকে আটক করা হয়েছে। এই সময়ে জেলায় র‌্যাবের অভিযানে অস্ত্র এবং এয়ারগান উদ্ধার হলেও পুলিশের অভিযানে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

হবিগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহের ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে জেলায় ৯২ জন অপরাধীকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। ডেভিল হান্ট ছাড়াও অন্যান্য অপরাধীদের আটক অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ ছাড়াও এসএমপি পুলিশের অন্যান্য অপরাধীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। প্রতিদিনই বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িতরা গ্রেফতার হচ্ছে। এরপরও শুধুমাত্র ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে মহানগর এলাকা থেকে ৫৬ জনকে আটক করা হয়েছে।